কারাগারে বঙ্গবন্ধুর রোপণ করা গাছের ফুল গণভবনে
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০, ০৮:০০
জেলখানায় বন্দিদশায় বঙ্গবন্ধুর লাগানো কামিনী ফুলের গাছে ফুল ফুটেছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেওয়ানী ওয়ার্ডের বাগানে ফোটা ফুলের তোড়া গ্রহণ করেন। কেন্দ্রীয় কারাগারের কর্মচারীরা বঙ্গবন্ধুকে ফুলের তোড়া উপহার দিয়েছে বলে বাসস খবর প্রকাশ করে।
উল্লেখ্য, পাকিস্তানি শাসনামলে কারাগারের এই ওয়ার্ডে বঙ্গবন্ধু দীর্ঘ দিন কাটিয়েছেন। যে কক্ষটিতে বঙ্গবন্ধু সর্বশেষ থেকেছেন জেল কর্মচারীরা সেটিকে স্মৃতি হিসাবে ধরে রাখতে অপরিবর্তিত রেখেছেন। জাতির পিতার প্রতি তাদের শ্রদ্ধার নিদর্শন হিসেবে তারা দেওয়ানী খাতাকে জাদুঘরে রূপান্তরিত করতে চান বলেও জানান।