![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_249750_1.jpg)
পদোন্নতি পেয়ে এসপি হলেন ২৩ পুলিশ কর্মকর্তা
অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার ২৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার (এসপি) করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে দেয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- পুলিশ অধিদপ্তরের সুফিয়ান আহমেদ, শিল্পাঞ্চল পুলিশের মো. নাজিমুল হক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ওয়াহিদুল হক চৌধুরী, পুলিশ অধিদপ্তরের মোহাম্মদ বেলায়েত হোসেন, ঢাকা পুলিশ স্টাফ কলেজের মো. জাহাঙ্গীর আলম, বিশেষ শাখার (এসবি) ড. এস এম ফরহাদ হোসেন, স্পেশাল প্রটেকশন অ্যান্ড প্রটেকশন ব্যাটলিয়নের মো. আবদুল্লাহ আল-মামুন, ঢাকা পুলিশ স্টাফ কলেজের মো. নূরুল আমীন হাওলাদার, সিআইডির আ.স.ম শামসুর রহমান ভুঁঞা, আরআরএফের মো. মাহফুজ্জামান আশরাফ, ডিএমপির জসিম উদ্দীন, র্যাবের মোহাম্মদ তাজুল ইসলাম, পুলিশ অধিদপ্তরের মোহাম্মদ মাহবুবুর রহমান ও শাহরিয়ার আলী।