![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252Fd559d09e-ed27-4ccc-91e2-a12088a2b229%252Feditorial_online____nari_2.jpg%3Frect%3D0%252C90%252C4800%252C2520%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বেড়ানোর কথা বলে কিশোরীকে ৫ দিন আটকে রেখে দল বেঁধে ধর্ষণের অভিযোগে মামলা
নরসিংদীর মনোহরদীতে দশম শ্রেণির ছাত্রীকে (১৫) পাঁচ দিন আটকে রেখে দল বেঁধে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে কিশোরীর মা বাদী হয়ে মনোহরদী থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।
মামলার প্রধান আসামি হলেন মনোহরদী উপজেলার শাওন মিয়া (২৫)। বাকি চার আসামি হলেন মো. আশিক (২৩), মো. মোবারক হোসেন (২২), মো. সুমন (২২) ও মোবারক হোসেন (২২)। ঘটনার পর থেকে পাঁচজনই পলাতক।