মাস্ক না পরা পথচারীদের দিয়ে করোনার ওপর রচনা লেখাচ্ছে পুলিশ
বিশ্বে মহামারি করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও প্রাণহানী ঘটা দেশগুলোর একটি হল ভারত। তবে এর পরও দেশটির জনগণের মধ্যে এ সংক্রান্ত সচেতনতা নিয়ে উদাসীনতা দেখা দিয়েছে। বিশেষ করে লকডাউন উঠে যাওয়ার পর থেকে দেশটির বিভিন্ন রাজ্যের মানুষের মধ্যে উদাসীনতা ব্যাপক হারে বেড়ে গেছে।
মুখে মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, হাতে স্যানিটাইজার দেয়া কিংবা সাবান দিয়ে ভাল করে হাত ধোয়ার মতো সাবধানতা থেকে দূরে সরে যাচ্ছেন মানুষ ক্রমেই। আর সেই কারণেই অসাবধানতার কারণে অনেক জায়গায় মানুষ নতুন করে কোভিড আক্রান্ত হচ্ছেন। সেটা রুখতেই মাস্ককে বাধ্যতামূলক করতে একেক রাজ্য সরকার একেক রকমের নিয়ম করছে। এবার ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নিয়ম একেবারেই অভিনব। মাস্ক না পরে রাস্তায় কাউকে বেরতে দেখলে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এবং তাকে কোভিড-১৯-এর উপর সচেতনতা মূলক রচনা লিখতে দিচ্ছে।