![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F8a3b1a57-1960-47a1-ad9c-a7b160d6f283%252F_115959997_headphones2.jpg%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
অ্যাপলের ‘দামি হেডফোন’
প্রথম আলো
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২০, ১২:৪৫
মাথার ওপর নিয়ে বসানো যায় এমন নতুন হেডফোন উন্মুক্ত করল অ্যাপল। এর নাম এয়ারপডস ম্যাক্স। এর দাম হবে ৫৪৯ মার্কিন ডলার। এই হেডফোনের দাম নতুন এক্সবক্স এবং প্লেস্টেশন কনসোল উভয়ের চেয়ে বেশি। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট হোয়াট হাইফাই বলছে, দামের দিক থেকে তারহীন (ওয়্যারলেস নয়েজ ক্যানসেল) অ্যাপলের এই হেডফোন ব্যয়বহুল। সনি বা সেনহেইজারের হেডফোন ৩৫০ মার্কিন ডলারেই পাওয়া যায়। অ্যাপলের হেডফোনের দাম ও হেডফোন কেসের কারণে এটি আলোচনায় এসেছে।