কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রক্তে সিসা-নিকেল, ভারতে হাজির 'রহস্যময় রোগ'! আক্রান্ত বহু-মৃত ১

এইসময় (ভারত) অন্ধ্রপ্রদেশ প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২০, ২১:৩৪

এক করোনা নিয়ে শান্তি নেই, তার মধ্যে এবার অন্ধ্র প্রদেশে হাজির নতুন রহস্যময় রোগ। অন্ধ্রের এলরু-তে এই রহস্যময় রোগ ছড়িয়ে পড়েছে বলে খবর। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে AIIMS-এর একটি দল। জানা গিয়েছে, আক্রান্তদের রক্তে প্রচুর পরিমানে সিসা ও নিকেল পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন ৫০০ জনেরও বেশি। আশঙ্কা বাড়িয়ে মৃত্যু হয়েছে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির। জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে ৪৫ জনের বয়স ১২ বছরের নীচে।

কী থেকে এই রোগ, তা এখনও পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি। উপসর্গ হিসেবে রোগীদের মধ্যে বমি ভাব রয়েছে এবং তাদের মধ্যে অনেকেই অজ্ঞান হয়ে পড়ছে। তবে, আশার খবর হল, আক্রান্তের সংখ্যা ৫০০ পেরোলেও ৩০০ জনকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও