ভারতে ‘রহস্যময়’ অসুস্থতায় আক্রান্তদের রক্তে সিসা ও নিকেল
ভারতে অন্ধ্র প্রদেশের ইলরু শহরে রহস্যময় অসুস্থতায় একজনের মৃত্যু এবং ৩শ’ জন হাসপাতালে ভর্তির ঘটনা খতিয়ে দেখতে সেখানে গেছে চিকিৎসা বিশেষজ্ঞ দল।
ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক এমপি বলেছেন, প্রাথমিকভাবে সেখানে অসুস্থদের রক্ত পরীক্ষায় উচ্চমাত্রায় সিসা ও নিকেল পাওয়া গেছে।
বিবিসি মঙ্গলবার এ খবর জানিয়েছে। চিকিৎসকরা বলছেন, অসুস্থদের বমি বমি ভাবসহ নানা উপসর্গ আছে এবং তারা অচেতনও হয়ে পড়ছে।