কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শুভাগতর শেষের ঝড়ে দেড়শ পেরিয়ে খুলনা

বিডি নিউজ ২৪ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২০, ২০:৩৩

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মঙ্গলবার পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের লড়াইয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে জেমকন খুলনার রান ২০ ওভারে ৯ উইকেটে ১৫৭। ৬ চার ও ১ ছক্কায় ১৪ বলে অপরাজিত ৩২ রান করেন শুভাগত।

চট্টগ্রামের বাঁহাতি পেসার শরিফুল ইসলামের শিকার ৩ উইকেট, আরেক বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের ২টি।

টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনাকে গতিময় শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার জহুরুল ইসলাম ও জাকির হাসান। ১৫ রান করতে জাকির খেলেন ১৫ বল। জহুরুল দুটি করে চার ও ছক্কা মেরেছেন বটে। তার ২৬ এসেছে তবু ১৯ বলে। থিতু হওয়ার পর বড় করতে পারেননি ইনিংস।

দুই ম্যাচ ওপেনিং ও দুই ম্যাচে চারে নামার পর আবার তিন নম্বর পজিশনে ফেরেন সাকিব আল হাসান। তবে রান ফেরেনি তার ব্যাটে। ১৬ বল খেলে করতে পেরেছেন ১৫। এই নিয়ে আসরের ৭ ম্যাচে সাকিবের রান সাকল্যে ৭৪, স্ট্রাইক রেট ১০৭.২৪।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও