![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252Fd7c7a04a-49a8-416c-a63b-ac94a035f1d4%252FBharat_biotech_2.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D800)
টিকা নিয়ে বেড়েছে ওজন, তৈরি হয়েছে অ্যান্টিবডি
ভারতের জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনার টিকা কোভ্যাক্সিন নিয়েছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষক চিরঞ্জিত ধীবর। এরপর তাঁর সাত কেজি ওজন বেড়ে গেছে। তবে তাঁর শরীরে করোনাভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট গবেষকেরা।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) সহযোগিতায় পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি) এবং হায়দরাবাদভিত্তিক প্রতিষ্ঠান ভারত বায়োটেক যৌথ গবেষণায় সম্ভাব্য টিকাটি উদ্ভাবন করেছে। এই টিকার মানবদেহে পরীক্ষার অনুমতি দিয়েছে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)।