ভার্চুয়াল চমক নিয়ে বুধবার শুরু হচ্ছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড’

বিডি নিউজ ২৪ আইসিটি বিভাগ, আগারগাঁও প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২০, ১৬:০৩

ভার্চুয়াল মাধ্যমের নানা চমক নিয়ে বুধবার শুরু হতে যাচ্ছে তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড-এর সপ্তম আসর। মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ৯ থেকে ১১ ডিসেম্বর ডিজিটাল ওয়ার্ল্ডের এবারের নানা আয়োজনের বিস্তারিত তুলে ধরেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ‘সোসাল ডিসটেন্স, ডিজিটালি কান্কেটেড’ প্রতিপাদ্য নিয়ে ভার্চুয়াল মাধ্যম এবং ভৌত কাঠামোর সংমিশ্রণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’।

এ আয়োজনের অধিকাংশই ভার্চুয়াল মাধ্যমে হবে জানিয়ে পলক বলেন, “অনুষ্ঠানমালায় অন্তর্ভুক্ত থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, মিনিস্টারিয়াল কনফেরেন্স, সেমিনার, কনফারেন্স, প্রদর্শনী ডিজিটাল ওয়ার্ল্ড সম্মাননা, ভার্চুয়াল মুজিব কর্নার ও ভার্চুয়াল মিউজিক্যাল কনসার্ট।”

৯ ডিসেম্বর সকাল ১১টায় ভিডিও বার্তার মাধ্যমে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাল্টি-পারপাস হলে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’ এর উদ্বোধন করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও