দেশের বৃহত্তম জলপ্রপাত, মৌলভীবাজারের মাধবকুণ্ড। করোনা সংক্রমণ ঠেকাতে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি এ জলপ্রপাত খুলে দেওয়ায় পর্যটকদের উপস্থিতি বাড়ছে। সেই সঙ্গে ব্যবসা-বাণিজ্যেও কিছুটা গতি ফিরে আসছে। তবে দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ প্রতিরোধে পর্যটকদের মাস্ক ব্যবহারে কঠোর অবস্থানের কথা জানান জেলা পরিষদ চেয়ারম্যান।
নিচ থেকে প্রায় সাড়ে ৩৫০ ফুট উচ্চতায় অবস্থান মাধবছড়ার। বিস্তৃত সাড়ে তিন হাজার হেক্টর পাথারিয়া পাহাড় নিংড়ে এ ছড়ার মাধ্যমে পানি প্রবাহিত হয়। যুগের পর যুগ ধরে প্রচণ্ড জলস্রোতে এ পানি গড়িয়ে পড়ছে কুণ্ডকে ঘিরে। পর্যটকরা জড়ো হন এ দৃশ্য উপভোগ করতে। মানুষের দীর্ঘ অনুপস্থিতির কারণে অন্যরকম সাজে সেজেছে মাধবকুণ্ড। অনেক দিন পর বেড়াতে এসে পর্যটকরাও মোহিত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.