![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F2a402bb9-954f-4f73-9b42-7caa54429b70%252FHongkong.jpg%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সন্ধ্যার পর রেস্তোরাঁয় খাওয়া নিষিদ্ধ করছে হংকং
সন্ধ্যার পর বাইরে রেস্তোরাঁয় খাওয়া বন্ধ করে দিচ্ছে হংকং। আজ মঙ্গলবার হংকংয়ের নেতা কেরি লাম বলেছেন, সন্ধ্যা ছয়টার পর শহরটিতে রেস্তোরাঁয় বসে খাওয়া নিষিদ্ধ করা হচ্ছে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।লাম তাঁর সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ের বক্তব্যে বলেছেন, সরকার–গৃহীত সর্বশেষ বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য অতিরিক্ত ত্রাণের ব্যবস্থা নিয়ে কাজ করা হবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বন্ধ
- সন্ধ্যা
- হোটেল-রেস্তোরাঁ