কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফসলের জমির মাটি পুড়ছে ইটভাটায়

বাংলা ট্রিবিউন ধুনট প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২০, ০৯:৫১

এক্সাভেটর (খননযন্ত্র) মেশিন বসিয়ে শত শত বিঘা জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে। ভাটা মালিকদের অর্থের লোভে কৃষকরা মাটি বিক্রি করে দিচ্ছেন। এতে জমিগুলো উর্বরতা হারাচ্ছে। আর জমিগুলো অনাবাদি হয়ে যাচ্ছে। এ ঘটনা ঘটছে বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের চৌকিবাড়ী পশ্চিমপাড়া গ্রামে।

কৃষকরা বলছেন, প্রশাসন জানলেও কোনও ব্যবস্থা নিচ্ছে না। ভাটা মালিকদের দাবি, প্রশাসনকে ম্যানেজ করে চলছে কাজ।খোঁজ নিয়ে জানা গেছে, ধুনটের চান্দিয়ার গ্রামের মাটি ব্যবসায়ী আহসান ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাইকপাড়ার জিয়া প্রমুখ চৌকিবাড়ি গ্রামে ৪/৫টি ভেকু মেশিন দিয়ে সরিষা ক্ষেত ও ধানী জমি থেকে ৬/৭ ফুট করে মাটি কেটে নিচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও