পেটের ভেতর ইয়াবা পাচারকালে গ্রেফতার ৩

জাগো নিউজ ২৪ বাড্ডা প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২০, ০৯:৪৫

রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে পাকস্থলিতে করে ইয়াবা পাচারের ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ ইউনুছ (৫০), মো. আব্দুর রহিম (৪৫) ও মোছা. শিমু আক্তার (২৪)। তাদের কাছ থেকে তিন হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে বাড্ডা থানার কৃষি ব্যাংক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। গ্রেফতারকৃতরা পাকস্থলিতে অভিনব পন্থায় কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা নিয়ে আসে। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা রুজু হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও