![](https://media.priyo.com/img/500x/https://thumbor-stg.assettype.com/prothomalo/2020-04/a0ccb312-3e6d-4d69-bda7-fb81bae04000/palo_bangla_og.png)
কৌতূহলের কেন্দ্রে ভাসানচর
ভাসানচরের বয়স খুব বেশি নয়, ২০ থেকে ৩০ বছর। বঙ্গোপসাগরের মোহনায় ৮ কিলোমিটার দৈর্ঘ্য ও ৪.৫ কিমি প্রস্থের এই চর জেগে ওঠে। ভাসানচর বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় নোয়াখালী জেলায় হাতিয়া উপজেলার অন্তর্গত চর ঈশ্বর ইউনিয়নে অবস্থিত। ভাসানচরের দূরত্ব সন্দ্বীপ উপজেলার পশ্চিম প্রান্ত থেকে ৫ কিমি এবং হাতিয়া সদর উপজেলা থেকে ২৫ কিমি।
২০১৭ সালের শেষের দিকে মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিতাড়িত করলে তারা আশ্রয়ের জন্য বাংলাদেশে আসে। ভাসানচরকে রোহিঙ্গা বাস্তুচ্যুতদের আবাসনের স্থান হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে ‘আশ্রায়ণ-৩’ নামে একটি প্রকল্প বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে রোহিঙ্গাদের আবাসনসহ জীবন-জীবিকার জন্য আধুনিক অবকাঠামো নির্মাণ করা হয়।