You have reached your daily news limit

Please log in to continue


এক বছর ধরে দৃষ্টিহীন নাবালিকাকে ধর্ষণ, থানে পুলিশের জালে সত্‍‌ বাবা

ছ'বছরের দৃষ্টিহীন শিশুটি নিয়মিত যৌন নিপীড়নের শিকার হচ্ছিল। এক বছর ধরে চলছিল সেই অত্যাচার। বর্বর অত্যাচারে ক্ষতবিক্ষত হচ্ছিল যৌনাঙ্গ। যন্ত্রণায় মুখ থেকে টুঁ শব্দ বের করার উপায় টুকু ছিল না। প্রাণে মেরে ফেলার হুমকি। তাই মায়ের দ্বিতীয় পক্ষের স্বামী, সত্‍-বাবা নামে অসভ্য লোকটার যাবতীয় অত্যাচার সে মুখ বুজে সহ্য করতে বাধ্য হচ্ছিল। মা সবটাই জানতে পেরেছিল। কিন্তু, নিজের সম্পর্ক টিকিয়ে রাখতে একরত্তি মেয়ের ঢাল হয়ে, দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেননি কখনও। শেষ পর্যন্ত এক এনজিও মারফত্‍‌ খবর পেয়ে পুলিশ ওই বর্বর লোকটিকে রবিবার গ্রেফতার করেছে। মহারাষ্ট্রের থানের ঘটনা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন