![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/12/08/og/064059_bangladesh_pratidin_health-bdp.jpg)
পায়ের হাড় কেটে লম্বা হওয়ার অপারেশন করেছেন যারা
দীর্ঘদেহী হওয়ার জন্য ১৩ থেকে ১৯ বছর বয়সের মধ্যে অনেকে নানা রকম শরীরচর্চা করেন - এটা শোনা যায়। কিন্তু অপারেশন করিয়ে পায়ের হাড় লম্বা করার মাধ্যমে উচ্চতা বাড়ানোর কথা খুব একটা শোনা যায় না। শুনতে অভিনব মনে হলেও এখন জানা যাচ্ছে, পৃধিবীতে প্রতি বছর শত শত লোক এমন অপারেশন করাচ্ছেন।
এই অস্ত্রোপচার খুবই কষ্টকর, এর দীর্ঘমেয়াদি ঝুঁকিও আছে অনেক, কিন্তু কয়েক ইঞ্চি উচ্চতা বাড়াতে অনেকেই এ কষ্ট ও ঝুঁকি মেনে নিচ্ছেন।
- ট্যাগ:
- জটিল
- অপারেশন
- লম্বা হওয়া
- হাড়ের স্বাস্থ্য