কনে করোনায় আক্রান্ত, বিয়ে হলো পিপিই পরে

বাংলাদেশ প্রতিদিন রাজস্থান প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২০, ০৫:৫৫

ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখ'। মহামারি আবহেই বিয়ের মৌসুম। সানাই কিংবা ব্যান্ডের শব্দও শোনা যায়। করোনার ভ্রূকুটিকে বুড়ো আঙুল দেখিয়েই দিকে দিকে ভালোবাসার জয়জয়কার। কিছু সংখ্যক অতিথির উপস্থিতিতেই সাতপাকে ধরা দিচ্ছেন অনেকে। কিন্তু বিয়ের ঠিক আগেই যদি কনের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে, তাহলে? তাহলেও বিয়ে আটকাবে না। এমনটাই বুঝিয়ে দিল ভারতের রাজস্থানের কেলওয়াড়া কোভিড সেন্টার।

নীল রঙের পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) পরা বর। হাতে দস্তানা। মুখের সামনে ফেস শিল্ড। আর মাথায় পাগড়ি। কনের পরনের লাল বেশও ঢেকেছে পিপিইর আড়ালে। তারও আদ্যোপান্ত ঢাকা সুরক্ষা কবচে। পুরোহিতের পরনে সাদা পিপিই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও