![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F8c75d788-4b24-44de-993b-1678e403ad69%252Ff90a5b5c_f063_49a9_9a51_6058fc8492cb.jpg%3Frect%3D0%252C0%252C1280%252C672%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
করোনার পর দৌড়াতে কষ্ট হচ্ছিল পগবার
আগস্টে করোনায় আক্রান্ত হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা। যে কারণে ফ্রান্স জাতীয় দলের হয়ে ইউরোপিয়ান নেশনস কাপের কয়েকটি ম্যাচে খেলা হয়নি তাঁর। এ ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রাক্-মৌসুম প্রস্তুতিতেও ছিলেন না ২০১৮ বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
সুস্থ হয়ে মাঠে ফেরার পর এখন ক্লাবের জার্সিতে ধীরে ধীরে স্বরূপে ফিরতে শুরু করেছেন বটে। তবে করোনা থেকে মুক্তির পরও শরীরে শক্তি ফিরে পেতে সময় লেগেছিল তাঁর। অনুশীলনে যে শারীরিক সমস্যাগুলো অনুভব করতেন, তা এখনো ভুলতে পারেননি পগবা। ক্লাবের টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শুনিয়েছেন সেই কঠিন দিনগুলোর কথা।