![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2017%252F06%252F07%252Fda3dee67d77e42d4a3433182dd023332-59378ff888f5b.jpg%3Frect%3D0%252C15%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
নতুন বাস্তবতায় বাংলাদেশ–কাতার সম্পর্ক
বাংলাদেশ ও কাতারের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিমূলে অন্য অনেক বিষয়ের মধ্যে আছে আন্তর্জাতিক সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা সম্পর্কিত অভিন্ন দৃষ্টিভঙ্গি। বিশ্বব্যাপী করোনাভাইরাসের বিস্তার রোধের প্রেক্ষাপটে এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যাবশ্যক।