![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2018/08/20/pm-office.jpg/ALTERNATES/w640/pm-office.jpg)
প্রধানমন্ত্রীর অনুদান পেলেন ২ হাজার শিল্পী-কলাকুশলী
করোনাভাইরাস মহামারীকালে অসচ্ছল ১ হাজার ৯৪৭ জন শিল্পী-কলাকুশলীকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, চলচ্চিত্র অঙ্গন, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের বিভিন্ন শ্রেণির ১ হাজার ৯৪৭ জন শিল্পী, কলাকুশলী, প্রযোজক, পরিচালক, কর্মচারীকে মোট ৪৮ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা অনুদান দেওয়া হয়েছে।