অজানা রোগে তীব্র আতঙ্ক অন্ধ্রে! মৃত ১, অসুস্থ ৩০০

এইসময় (ভারত) অন্ধ্রপ্রদেশ প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২০, ১৪:০৬

রহস্যজনক রোগে নয়া আতঙ্ক ছড়াল অন্ধ্রপ্রদেশে। দক্ষিণের এই রাজ্যের ইলুরুতে এই অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। অসুস্থ প্রায় ৩০০ জন।

পশ্চিম গোদাবরী জেলার স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, চিকিত্‍‌সার পর ১৪০ জনের অবস্থা স্থিতিশীল হওয়ায় তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই অজানা রোগ নিয়ে অন্ধ্র্রের স্বাস্থ্যসচিব নিলাম সাওহানের সঙ্গে ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি। রোগের পরিস্থিতি সম্পর্কে সবিস্তার খবর নেন তিনি। যে কোনও প্রয়োজনে কেন্দ্রের তরফে যাবতীয় সাহায্য করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। আধিকারিকদের সূত্রে জানানো হয়েছে, এ বিষয়ে রাজ্যপালের দফতরের সঙ্গেও যোগাযোগ রাখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও