কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা সনদ ছাড়া যাত্রী আনলো ৯ এয়ারলাইন্স, ব্যবস্থা নেওয়ার উদ্যোগ

বাংলা ট্রিবিউন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২০, ১৩:১৪

বাংলাদেশে আসতে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ৫ ডিসেম্বর থেকে কার্যকর করে এ সংক্রান্ত নির্দেশনা জারি করছে বেবিচক। তবে এ নির্দেশনা অমান্য করছে দেশি-বিদেশি ৯ এয়ারলাইন্স। করোনা নেগেটিভ সনদ ছাড়াই বাংলাদেশে যাত্রী নিয়ে এসেছে এয়ারলাইন্সগুলো। এয়ারলাইন্সগুলোকে মৌখিকভাবে সতর্ক করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। একইসঙ্গে ব্যবস্থা নিতে ৯ এয়ারলাইন্সের তালিকা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে।

সূত্র জানায়, ওই ৯টি এয়ারলাইন্স হচ্ছে—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সালাম এয়ার, কুয়েত এয়ারওয়েজ, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, এমিরেটস, এয়ার এশিয়া, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার ও তার্কিশ এয়ারলাইন্স। ৫ ডিসেম্বর কার্যকর হওয়ার পর ৯টি এয়ারলাইন্স দুদিনে নেগেটিভ সার্টিফিকেটবিহীন ৪৩৩ জন যাত্রী বাংলাদেশে নিয়ে এসেছে। বিমানবন্দর থেকে যাত্রীদের সবাইকে সরকারিভাবে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ করোনা সনদ ছাড়া এসব যাত্রীকে পরিবহন করায় এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বেবিচকে চিঠি দেবে বলেও জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও