ক্ষতিপূরণ পাচ্ছেন না সম্মুখযোদ্ধারা
করোনা মহামারির শুরুর দিকে ভয়ানক উদ্বেগ-উৎকণ্ঠায় ছিলেন সব শ্রেণি-পেশার মানুষ। কাজকর্ম, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বাইরে চলাচলও সীমিত হয়ে পড়েছিল। কিন্তু জরুরি পরিস্থিতিতেও মানুষকে সেবা দেওয়ার দায়িত্ব যাঁদের, তাঁদের তো আর ঘরে বসে থাকলে চলে না। ঝুঁকি নিয়েও তাঁরা দায়িত্ব পালন করে গেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এখনো আছেন মানুষের পাশে। এঁদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসক-নার্সসহ চিকিৎসাকর্মীদের সেবা। আরও আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের কর্মকর্তা। সব উদ্যোগের সামনে থেকে মানুষকে সেবা দিয়েছেন তাঁরা। তাই করোনাবিরোধী লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা বলা হচ্ছে তাঁদের।
করোনাবিরোধী লড়াইয়ে এই গুরুদায়িত্ব পালনের সময় কেউ আক্রান্ত হলে বা মারা গেলে তাঁদের জন্য প্রণোদনা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে সরকার। কিন্তু এখন পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছেন হাতে গোনা কয়েকজন।