![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252Ff9722bd8-b257-4b82-995a-d1ddf676fff6%252FQG_Thumb.jpg%3Foverlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
হঠাৎ কেন বেড়েছে দাবার বিক্রি
সারা বিশ্বে হঠাৎ করেই দাবা খেলার প্রতি আগ্রহ বেড়ে গেছে। কারণটা অদ্ভুত। নতুন এই ‘ট্রেন্ড’ তৈরিতে প্রভাব ফেলেছে গত অক্টোবর মাসে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া মিনিসিরিজ ‘দ্য কুইন’স গ্যামবিট’। ১৯৮৩ সালে ওয়াল্টার টেভিসের লেখা ‘দ্য কুইন’স গ্যামবিট’ উপন্যাস থেকে নির্মিত হয়েছে এই মিনিসিরিজ। বেথ হারমন নামের এক প্রতিভাবান দাবারুকে নিয়ে এগিয়েছে সিরিজের গল্প।
‘দ্য কুইন’স গ্যামবিট’ মুক্তির পর একদিকে তুমুল হারে বেড়েছে এর ‘ভিউ’, সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দাবা বোর্ডের বিক্রি। এমনকি মোবাইল অ্যাপে দাবা খেলার হারও আগের চেয়ে বেড়ে গেছে বহুগুণে। যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান এনপিডির হিসাব অনুযায়ী, ২৩ অক্টোবর ‘দ্য কুইন’স গ্যামবিট’ নেটফ্লিক্সে আসার পর দাবা বোর্ডের বিক্রি ১২৫ শতাংশ বেড়েছে। গলিয়াথ গেমস নামে একটি খেলনা তৈরির প্রতিষ্ঠান জানিয়েছে, শুধু তাদের তৈরি করা দাবাই আগের তুলনায় ১ হাজার শতাংশ বেশি বিক্রি হয়েছে গত ১ মাসে। অন্যদিকে আইফোনের অ্যাপ স্টোরে ‘চেজ’ নামের গেমটি হঠাৎ করেই উঠে এসেছে টপচার্টে।
- ট্যাগ:
- বিনোদন
- উপন্যাস
- দাবা
- টিভি সিরিজ