চীনভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড হলেও স্থানীয় বাজারে কোনো উপস্থিতি নেই। অথচ সুদূর আফ্রিকায় ক্রমে আধিপত্য বিস্তার করছে প্রতিষ্ঠানটি। পশ্চিমা বিশ্বের কাছে একেবারেই অপরিচিত এ স্মার্টফোন ব্র্যান্ডটি হলো ট্রানশান হোল্ডিংস, যা ১২০ কোটির বেশি জনসংখ্যার আফ্রিকা মহাদেশে স্যামসাং, হুয়াওয়ে ও অ্যাপলের মতো শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোকে পেছনে ফেলে নিজেদের আধিপত্য কায়েম করে চলেছে। আফ্রিকায় নিজেদের মোট তিনটি ব্র্যান্ডের আওতায় ডিভাইস বাজারজাত করছে ট্রানশান। এগুলো হলো টেকনো, আইটেল ও ইনফিনিক্স। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আফ্রিকার স্মার্টফোন বাজারের ৪২ দশমিক ২ শতাংশ দখলে নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ট্রানশান। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর টেলিকম লিড।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.