নিলামে উঠছে ১৭০ বন্য হাতি
দেশে চলছে প্রচণ্ড খরা। খাবারের অভাবে বন্য হাতির দল ঢুকে পড়ছে লোকালয়ে। এই পরিস্থিতিতে আফ্রিকান দেশ নামিবিয়া ঠিক করেছে, ১৭০টি বন্য হাতি নিলামে তুলবে তারা। কারণ দেশে হাতির সংখ্যা দ্রুত বাড়ছে, যার ফলে বাড়ছে মানুষের সঙ্গে হাতির সংঘর্ষ।
আফ্রিকার দক্ষিণের এই দেশটির পরিবেশ মন্ত্রালয় এ কথা জানিয়েছে। সরকারি এক সংবাদপত্রে এ নিয়ে বিজ্ঞাপনও বের হয়েছে। সেখানে বলা হয়েছে, চোরাশিকার ও পরিবেশগত কারণে হাতিরা এখন বিপন্ন, তাই এভাবে তাদের বাঁচানোর চেষ্টা। নামিবিয়া বা বিদেশের যে ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের দেওয়া সব শর্ত পূরণ করবে, তাদের কাছেই হাতি বিক্রি হবে।
শর্তের মধ্যে রয়েছে এই করোনার মধ্যে হাতিদের কোয়ারেন্টাইনের সুবিধাধে ও যে জমিতে হাতি রাখা হবে, সেখানকার জন্য যেন তাদের গেম-প্রুফ ফেন্স সার্টিফিকেট থাকে। আর যদি কোনও বিদেশি হাতি কিনতে উৎসাহী হন, তবে প্রমাণ দেখাতে হবে যে তার দেশের প্রশাসনের ওই হাতি আমদানির ব্যাপারে কোনও আপত্তি নেই।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিলাম
- বন্য হাতি
- শর্ত পূরণ