![](https://media.priyo.com/img/500x/https://www.dailyinqilab.com/news_original/1607309941_Lalpur-(-Natore)-Pic-07122020-(1).jpg)
লালপুরে একধিক মামলার পলাতক আসামী আটক
নাটোরের লালপুরে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি নেহারুল করিম ওরফে ফরেন (৪০) কে আটক করেছে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ।
সে ওয়ালিয়া আমিন পাড়া গ্রামের মৃত রেজাউল করিম বাবুর ছেলে।
রবিবার ( ৬ ডিসেম্বর) ভোরে উপজেলার ওয়ালিয়া আমিন পাড়া গ্রামের একটি পরিত্যাক্ত বাড়ি থেকে আটক করে পুলিশ। ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ফারুক হোসেন আটকের সত্যতা নিশ্চত করে জানান, আটককৃত নেহারুল করিম ওরফে ফরেন একাধিক ডাকাতি মামলার আসামী। তার নামে নাটোর, বড়াইগ্রাম, লালপুর থানায় ৪টি মামলা বিচারাধীন রয়েছে। সে দির্ঘদিন যাবত পলাতক ছিলো।