করোনার মধ্যে অজানা রোগ, হাসপাতালে ২০০ জন
করোনার মধ্যে অজানা এক রোগ হানা দিয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশের ইলুরু শহরে। প্রায় কাছাকাছি ধরনের উপসর্গ নিয়ে শহরের দুইশ'র বেশি বাসিন্দা হাসপাতালে ভর্তি হয়েছেন। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, সম্প্রতি শহরের অনেকে খিঁচুনি, কাঁপুনি, মাথা ঘুরে পড়ে যাওয়া ইত্যাদি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা।
সরকারি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শিশু এবং নারীসহ ২২৮ জন ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ৭৬ জনকে এরিমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। আক্রান্তরা সকলেই ইলুরু শহরেরই বাসিন্দা। এমনকি তারা একসঙ্গে কোনও অনুষ্ঠানে যোগও দেননি। আর তাই রোগের উৎস নিয়ে কিছুটা বিভ্রান্তির মধ্যে পড়েছেন চিকিৎসকরাও।