কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পুলিশি বাধায় স্থগিত হয়ে গেল উত্তরপ্রদেশের লখনউতে ভিন ধর্মে বিয়ে

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) লখনৌ, উত্তর প্রদেশ প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ২১:৪২

বিয়ের আয়োজন হয়েছিল। কিন্তু পুলিশি বাধায় স্থগিত হয়ে গেল ভিন ধর্মে বিয়ে। উত্তরপ্রদেশের লখনউতে পারা থানা এলাকার দুদা কলোনিতে দুই বাড়ির সম্মতিতে ওই বিয়ের আয়োজন করা হয়েছিল। ধর্মান্তরণের কোনও ব্যাপার নেই বলেও জানিয়েছে বরপক্ষ।

বিয়ের আয়োজন হয়েছিল। কিন্তু পুলিশি বাধায় স্থগিত হয়ে গেল ভিন ধর্মে বিয়ে। উত্তরপ্রদেশের লখনউতে পারা থানা এলাকার দুদা কলোনিতে দুই বাড়ির সম্মতিতে ওই বিয়ের আয়োজন করা হয়েছিল। ধর্মান্তরণের কোনও ব্যাপার নেই বলেও জানিয়েছে বরপক্ষ। কিন্তু পুলিশের বক্তব্য, উত্তরপ্রদেশের নতুন আইন অনুযায়ী তাদের অনুমতি নেওয়া প্রয়োজন। সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তবেই তারা বিয়ে করতে পারবেন।

প্রসঙ্গত বলা যেতে পারে পাত্র পেশায় ফার্মাসিস্ট। বয়স ২৪ বছর। কনের বয়স ২২ বছর। তাঁরা প্রতিবেশীও বটে। কয়েক বছরের সম্পর্ক এদিন পরিণতি পাওয়ার কথা ছিল বিবাহে। এমনকি দুই ধর্মে রীতিনীতি মেনে বিয়ের অনুষ্ঠান করার কথাও ছিল দুই পরিবারের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও