দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানলের ধ্বংসযজ্ঞে ঘরছাড়া ২৫ হাজার মানুষ
স্থানীয় দমকল বিভাগের কর্মকর্তাদের মতে ইরভিন শহরের কাছে দাবানলের কারণে প্রায় ২৫,০০০ মানুষকে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বার্তা সংস্থাটি অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটির বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে।
বলা হয়েছে, বৃহস্পতিবার দাবানলের সাথে লড়াইয়ের সময় দু'জন দমকলকর্মী আহত হলেও বর্তমানে তাদের হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়েছে। বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
স্থানীয় খবরে বলা হয়েছে, শুক্রবার বিকেলে আগুনের প্রায় দশ শতাংশ নিয়ন্ত্রণ করা হয়েছিল এবং ৬,৪০০ একর এলাকা পুড়ে যায়। দাবানলের ধ্বংসযজ্ঞে সেখানে বসবাসের কোনও পরিবেশ নেই। তাই ২৫,০০০ মানুষ ঘরছাড়া হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.