জাপান-ফ্রান্স-যুক্তরাষ্ট্র প্রথম যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা
পূর্ব চীন সাগরে চীনের বাড়তে থাকা আধিপত্য রুখতে আগামী বছর মে মাসে প্রথমবারের মত সেখানে যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করেছে জাপান, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। জাপানের সাঙ্কেই পত্রিকা রোববার এ খবর প্রকাশ করেছে। তবে খবরটি নিশ্চিত হতে বার্তা সংস্থা রয়টার্স থেকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।
জাপানের ওই দৈনিকে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পূর্ব চীন সাগরে জাপান নিয়ন্ত্রিত দ্বীপাঞ্চলের সাগরে এবং স্থলভাগে মহড়া চালানো হবে। জাপান নিয়ন্ত্রিত ওই দ্বীপাঞ্চলকে চীন নিজেদের ভূখণ্ড বলে দাবি করে।