You have reached your daily news limit

Please log in to continue


হুঁশিয়ারির পরও ভারতের কৃষক আন্দোলনের পাশে ট্রুডো

ভারতের কৃষক আন্দোলন নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্যের পরই কানাডার হাইকমিশনারকে তলব করেছিল নয়া দিল্লি। তবে নিজের অবস্থানে অনড় রয়েছেন ট্রুডো। নয়া দিল্লির অবস্থান জানার পরও শুক্রবার ফের তিনি স্পষ্ট করে দিয়েছেন, ভারতের কৃষক আন্দোলনের পাশেই আছেন তিনি। কানাডার প্রধানমন্ত্রী বলেন, কানাডা পৃথিবীজুড়েই সব শান্তিপূর্ণ আন্দোলনের পাশে আছে এবং থাকবে। আমরা খুশি যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে সরকার উদ্যোগ নিচ্ছে। মঙ্গলবার গুরু নানকের জন্মবার্ষিকী সংক্রান্ত এক অনলাইন আলোচনায় তিনি শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষায় সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রথম কোনও বিশ্বনেতা হিসেবে ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে মন্তব্য করেন তিনি। জাস্টিন ট্রুডো বলেন, ভারতে কৃষক আন্দোলন পরিস্থিতি উদ্বেগজনক। আমরা সবাই পরিবার ও বন্ধুদের নিয়ে খুবই উদ্বেগে আছি। আমি জানি এই বাস্তবতা আপনাদের অনেকের। আপনাদের স্মরণ করিয়ে দেই, শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষায় কানাডা আপনাদের পাশে থাকবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন