![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F79c2f066-679f-43f2-b39b-059777dc6ad4%252FHABIGANJ_OIL_PIC_1.JPG%3Frect%3D0%252C230%252C2048%252C1075%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
মাধবপুরে লাইনচ্যুত হওয়া ট্যাংকারের তেল হরিলুট
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আজ রোববার একটি তেলবাহী ট্রেনের চারটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর ট্যাংকারগুলো থেকে গড়িয়ে পড়া জ্বালানি তেল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন স্থানীয় ব্যক্তিরা। আজ দুপুর ১২টার দিকে শাহজীবাজার রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।