![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252Fe129c82e-b198-4f64-ad58-f33996cdc0da%252FFORT_WILLIAM_PRESS_MEET_1.JPG%3Foverlay%3Dprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
বিজয় দিবস উদ্যাপন করবে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড
কলকাতায় বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদ্যাপন করবে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড। তারা পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করছে।
এতে যোগ দিচ্ছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তারা। পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর কলকাতার ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠান আয়োজন করা হবে।
গতকাল শনিবার সকালে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দিনটি উদ্যাপনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। এ সময় উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলীয় কমান্ডের মেজর জেনারেল ভি শ্রীহরি এমজিজিএস, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান এবং কলকাতার প্রবীণ সাংবাদিক সুখরঞ্জন দাসগুপ্ত।