কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্যারিসে নিরাপত্তা আইনের বিরুদ্ধে বিক্ষোভে সহিংসতা

বিডি নিউজ ২৪ প্যারিস প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ১৪:১৩

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশি সহিংসতা ও খসড়া একটি নিরাপত্তা আইনের প্রতিবাদে এক কর্মসূচি চলাকালে সহিংসতার ঘটনা ঘটেছে। শনিবার ‘নৈরাজ্যবাদীদের’ একটি দল দাঙ্গা পুলিশের দিকে প্রজেক্টাইল ছোড়ার পাশাপাশি দোকানপাটের সামনের অংশ ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশের নিরাপত্তা ব্যারিকেড পুড়িয়ে দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অরাজকতা নিয়ন্ত্রণে পুলিশ কাঁদুনে গ্যাস ছোড়ে ও লাঠিপেটা করে।

এদিন প্রতিবাদকারীদের একটি দল এক ব্যাংকের শাখা কার্যালয়ে হামলা চালিয়ে সেখানকার বিপুল সংখ্যক নথিপত্র ছিনিয়ে নিয়ে রাস্তায় জ্বলতে থাকা আগুনে ছুড়ে মারে।

পুলিশি নিপীড়ন ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নিরাপত্তা সংক্রান্ত পরিকল্পনার প্রতিবাদে প্যারিসে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। এ নিয়ে আন্দোলনে টানা দ্বিতীয়বারের মতো সহিংসতার ঘটনা ঘটল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও