![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/12/06/image-204418-1607226834.jpg)
গির্জায় আগুন দেয়ার চেষ্টা রুখলেন মুসলিমরা, আটক অভিযুক্ত ইহুদি
পশ্চিম তীরে ইসরায়েল অধিকৃত পবিত্র বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমের এক গির্জায় ইহুদি ধর্মাবলম্বির এক ব্যক্তির আগুন দেয়ার চেষ্টা রুখে দিয়েছেন ফিলিস্তিনি মুসলিমরা। গত শুক্রবার (৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। গির্জাটি হচ্ছে- জাবাল জেইতুন সংলগ্ন আল জাসমানিয়া।
আরব নিউজের বরাতে জানা যায়, উপশহরবাসী এক ইহুদি ওই গির্জার ভেতরে ঢুকে পেট্রোল ঢেলে বিভিন্ন আসবাবপত্রে আগুন দেয়ার চেষ্টা করেছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় মুসলমানরা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হন।
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ
- আটক
- ইহুদি
- আগুন
- গির্জা