মোরেলগঞ্জে হেফজোখানার পিছন থেকে ছাত্রের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি হেফজোখানার পিছন থেকে হাসিবুল ইসলাম (১০) নামে এক ছাত্রের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। হাসিবুল মোরেলগঞ্জ নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন আলহাজ রহমাতিয়া শিশু সদনের নজরানা বিভাগের ছাত্র ছিল। সে বারইখালী গ্রামের সোবাহন শেখের ছেলে।
নিহত হাসিবুলের সহপাঠি কাওছার ও জিহাদি বলেন, আজ (রবিবার) ফজরের নামাজের পরে জানতে পারি হাসিবুল বাগানে পড়ে আছে। কীভাবে সে মারা গেছে জানি না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.