![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F1d8cd249-ab74-449c-a360-83f1a0e36537%252Fsaudi_Arab.jpg%3Fw%3D360%26auto%3Dformat%252Ccompress)
ফিলিস্তিন রাষ্ট্র হলেই কেবল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক
প্রথম আলো
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২০, ২২:২৮
ইসরায়েলের সঙ্গে সৌদি আরব পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে বলে বেশ কিছুদিন ধরে গুঞ্জন রয়েছে। তবে সেই গুঞ্জন নাকচ করে দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। গত শুক্রবার তিনি বলেছেন, ফিলিস্তিন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হলেই কেবল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে রিয়াদ।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইতালির রোমে মেডিটেরিয়ান ডায়ালগস (এমডি) নামের আন্তর্জাতিক ফোরামের বার্ষিক সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন প্রিন্স ফয়সাল ফারহান। সেখানে তিনি বলেন, ‘এমন একটি শান্তিচুক্তি (ইসরায়েলের সঙ্গে) প্রয়োজন, যার মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও কার্যকর সার্বভৌম স্বাধীন রাষ্ট্র গঠিত হয়।