![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsui3-20201205220652.jpg)
রাজধানীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে যুবকের আত্মহত্যা
রাজধানীর মিরপুরের পল্লবী থানার আলোকদিয়া এলাকায় পারিবারিক কলহের জেরে মো. মাহীন (৩০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মোহাম্মদ সেলিমের ছেলে মাহীন। মিরপুর-১২ আলোকদিয়া এলাকায় ভাড়া বাসায় তিনি পরিবারের সঙ্গে থাকতেন। মাহীন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গাড়িচালক ছিলেন।