আয়া সোফিয়ায় আল আকসা খতিবের পেছনে এরদোয়ানের জুমা আদায়
ইস্তাম্বুলের বিশ্ববিখ্যাত স্থাপত্য নিদর্শন আয়া সোফিয়া মসজিদে ফিলিস্তিনের আল আকসা মসজিদের খতিব শায়খ ইকরামা সাবরির পেছনে জুমার নামাজ আদায় করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এদোয়ান। গতকাল শুক্রবার (৪ নভেম্বর) আয়া সোফিয়ায় অনুষ্ঠিত এ জুমায় তুরস্ক সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ দেশটির ধর্ম বিষয়ক অধিদফতরের প্রধান শায়খ আলি আরবাশও অংশগ্রহণ করেন।
ফিলিস্তিনের ইসলামিক ওয়াকফ জেরুজালেমের প্রধান শায়খ ইকরামা সাবরি বিশেষ সফরে তুরস্কে আসেন। এ সময় তিনি দেশের রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। তুরস্কের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ও সাংস্কৃতি অবস্থান পরিদর্শন করতেই এই সফর বলে জানান তিনি। তাছাড়া জেরুজালেম ও মসজিদ আল আকসার বর্তমান পরিস্থিতি সম্পর্কেও জানাবেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.