প্রথম নারী অর্থমন্ত্রীর সামনে কঠিন পথ

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২০, ১৪:০৭

আমেরিকার ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে মনোনয়ন পেয়েই সোচ্চার হলেন জ্যানেট ইয়েলেন। দেশটির শীর্ষ ব্যাংক ফেডারেল রিজার্ভের সাবেক এই চেয়ারপারসনের (২০১৪-১৮) কথায়, আবারও আর্থিক সংকটের মুখে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র। অবিলম্বে ব্যবস্থা না নিলে করোনার ধাক্কায় জেরবার অর্থনীতির সামনের সময়টা আরও কঠিন হবে। সেই সঙ্গে তিনি বুঝিয়ে দিয়েছেন, এই দায়িত্ব পেলে সাধারণ খেটে খাওয়া মানুষের কথা মাথায় রেখেই নীতি তৈরি করবেন তাঁরা।

করোনার ধাক্কা মোকাবিলায় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বিভিন্ন দেশের সরকার। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘোষিত প্রণোদনার মেয়াদ ইতিমধ্যেই ফুরিয়েছে। নতুন প্রকল্পের জন্য কথা চালাচ্ছেন কংগ্রেসের সদস্যরা, যদিও তাতে ফল কতটা মিলবে, তা নিয়ে সংশয় থাকছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও