ইয়াবা সহ ওয়ারেন্ট ভূক্ত মো. রাজিব (২৭) নামে এক পলাতক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জোড়খালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ রাজিব বুড়িরচর ইউনিয়নের মোঃ ইয়াছিনের ছেলে। কোস্ট গার্ড জানায়, গত কয়েকমাস ধরে চিহ্নিত এ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে কোস্টগার্ডের একটি টিম শুক্রবার রাতে বুডিরচর ইউনিয়নের জোটখালী গ্রামে অভিযান পরিচালনা করে।
এ সময় রাজিবকে আটক করে তার শরীর তল্লাশি করে ৭৭পিস ইয়াবা পাওয়া যায়। রাজিব ২০১৮ সালে মাদকসহ আরো একবার গ্রেফতার হয়ে ছিল। তার বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকসহ ৪টি মামলা রয়েছে। তিনি হাতিয়া থানার ওয়ারেন্ট ভুক্ত আসামি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.