বরিশালে নির্বাচন ঘিরে সংঘাত, পুলিশসহ আহত ৩৫
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় উলানিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। পাশাপাশি পুলিশের ক্যাম্প ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনায় পুলিশসহ ৩৫ জন আহত হয়েছেন। দক্ষিণ উলানিয়ার লালগঞ্জ বাজারে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুমা সরদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ঘটনায় তাঁর সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এ বিষয় নিয়ে তাদের মধ্যে উত্তেজনাও দেখা যায়।
অপরদিকে, এ ঘটনা নিয়ে নৌকা মার্কার প্রার্থী কাজী আব্দুল হালিম মিলন চৌধুরীর সমর্থকরা উল্লাস প্রকাশ করে। বিষয়টি ভালোভাবে নিতে পারেনি স্বতন্ত্র প্রার্থী রুমা সরদারের সমর্থকরা। এ ঘটনায় রাত ৯টার পর দক্ষিণ উলানিয়ার লালগঞ্জ বাজার এলাকায় মুখোমুখি অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়ায় দুপক্ষ। একপর্যায়ে তারা পাল্টাপাল্টি ইট-পাটকেলও নিক্ষেপ করে।