হয়নি দু’বাংলার মিলন মেলা, এবারের কাঁটাতার করোনা
এবারে কাঁটাতারের বেড়া হয়ে এসেছে করোনা। তাই কাঁটাতারের বেড়া থেকে অনেকটা দূরে আটকে রইলেন দু’পারের স্বজনেরা। হলো না কুলিক নদীর পাড়ে সারা বছরের কাঙ্ক্ষিত মিলনমেলা। ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী হরিপুর উপজেলার টেংরিয়া গোবিন্দপুর গ্রামে শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে জমুরকালী (পাথর কালী) জিউ পূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পূজার আয়োজন করেছিল পূজা উদযাপন কমিটি। তবে এবার আগের মতো এই পূজা উপলক্ষে দুই বাংলার সীমান্তে লাখো মানুষ আসে। তবে মিলন মেলা হয়নি।
কাঁটাতারের বেড়ার ফাঁকে ওপারে থাকা তাদের আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলা আর দেখা না করার আক্ষেপ রয়ে গেলো। করোনার কারণে এবার সীমান্তের কাঁটাতারের কাছে কোনও মানুষজনকে ভিড় জমাতে দেয়নি ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ১ সপ্তাহ আগে
জাগো নিউজ ২৪
| বেনাপোল, যশোর
৯ মাস, ২ সপ্তাহ আগে