মঙ্গলবার থেকেই যুক্তরাজ্যে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু
আর মাত্র একদিন। মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে যুক্তরাজ্য। আর এ জন্য সব ধরণের প্রস্তুতি শেষ করেছে দেশটির নির্দিষ্ট হাসপাতালগুলো। এদিকে ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি সপ্তাহেই ৮ লাখ ডোজ ভ্যাকসিন হাতে পাবে যুক্তরাজ্য।