নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরদল সেবা কেন্দ্র থেকে কম্পিউটার, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে গেছে।
শুক্রবার বিকাল ৪টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ খবর লেখা পর্যন্ত (বিকাল সাড়ে ৫টা) ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মো. রিয়াদ জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার অফিসের কাজ শেষে তিনি বাড়িতে চলে যান। রাতে কোন একসময় একদল দুর্বৃত্ত নতুন বাজারস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের তথ্য সেবা কেন্দ্রের কক্ষের সামনের দরজার তালা ভেঙে প্রবেশ করে। এসময় তারা তিনটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, নগদ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা, পরিদর্শন খাতা, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের একাউন্ট ফরমসহ গুরুত্বপূর্ণ অনেকগুলো কাগজপত্র নিয়ে যায়। এছাড়াও একটি ল্যাপটপ ভাঙচুর করে ফেলে যায় তারা। ঘটনায় তিনি বাদী হয়ে একটি মামলা করবেন বলে নিশ্চিত করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.