কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বসনিয়ায় তুষারপাত, দুর্দশা বাড়ছে অভিবাসনপ্রত্যাশীদের

ডয়েচ ভেল (জার্মানী) বসনিয়া প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২০, ১৯:০২

শীত যত বাড়ছিল, দুর্ভোগ ততটাই বাড়ার শঙ্কা ছিল অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে৷ শীত মৌসুমের প্রথম তুষারপাত সে দুর্দশা বাড়িয়ে দিলো আরো কয়েকগুণ৷ ভেলিকা ক্লাদুসার জঙ্গল থেকে ডয়চে ভেলে বাংলা যখন অভিবাসনপ্রত্যাশীদের দুর্দশার চিত্র তুলে ধরে, তখনই শীতের হাত থেকে বাঁচতে হিমশিম খাচ্ছিলেন তারা৷ বাইরের ঠান্ডা থেকে বাঁচতে পলিথিনের তৈরি অস্থায়ী ঘর তৈরি করেছেন তারা৷ কিন্তু সেটির ভেতরেও সহজেই জমে কুয়াশার ফোঁটা৷

আশপাশ থেকে সংগ্রহ করা লাকড়ি দিয়েই রান্না ও শরীর গরম রাখার চেষ্টা করছিলেন অনেকে৷ কিন্তু তাদের রসদও ফুরিয়ে আসছিল দ্রুতই৷

বার্তাসংস্থা এপি জানিয়েছে, তুষারপাতের মধ্যেও বেশ কিছু অভিবাসনপ্রত্যাশী সেই পলিথিনের অস্থায়ী ঘরগুলোতেই বাস করছেন৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও