ক্রিসমাসে বিধিনিষেধ শিথিল চায় জার্মানরা

ডয়েচ ভেল (জার্মানী) জার্মানি প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২০, ১৯:০৩

সাম্প্রতিক এক জরিপে বেশিরভাগ জার্মান ক্রিসমাসের ছুটিতে করোনার বিধিনিষেধ শিথিল করার পক্ষে মত দিয়েছেন৷ তবে নববর্ষ উদযাপনে কঠোর বিধিনিষেধে তাদের আপত্তি নেই৷ জার্মানদের সবচেয়ে বড় ধর্মীয় ও পারিবারিক উৎসব বড়দিন৷ করোনা মহামারির ভয়াবহতা সত্ত্বেও এই সময়টি তারা পরিবারের সাথে মিলিত হতে চান৷ জার্মান ব্রডকাস্টার এআরডি পরিচালিত জরিপে অংশগ্রহণকারীদের শতকরা ৫৩ ভাগ করোনার কঠোর বিধিনিষেধ শিথিল করার পক্ষে মত দিয়েছেন৷ জরিপের ফলাফল প্রকাশ করা হয় বৃহস্পতিবার৷ শতকরা ৪৪ ভাগ মানুষ ছিলেন বিধিনিষেধ শিথিল করার বিপক্ষে৷

তবে নববর্ষ উদযাপনে কঠোর বিধিনেষেধে সমর্থন রয়েছে জার্মানদের৷ জরিপে অংশগ্রহণকারীদের শতকরা প্রায় ৬৮ভাগ জার্মান নববর্ষ উদযাপনে কঠোর বিধিনিয়ম শিথিল করার বিপক্ষে মত দিয়েছেন৷

সম্প্রতি জার্মান চ্যান্সেলর ম্যার্কেল বড়দিন উপলক্ষে বিশেষ নিয়মে করোনার বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে জার্মানির ১৬টি রাজ্যের নেতারদের সাথে একমত হয়েছেন৷ কঠোর বিধিনিষেধ শিথিল থাকবে ২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারী পর্যন্ত৷ তবে কতটা শিথিল করা হবে তা নির্ভর করছে রাজ্যের সিদ্ধান্তের ওপর৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও