মেঘনার চরের মাটি কেটে কারাগারে ১৪ জন
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে জেগে ওঠা চরের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার দায়ে ১৪ জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকালে আটক ওই ১৪ জনকে রাতে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ।
শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।জেলা প্রশাসনের সহকারী কমিশানর সুব্রত কুমার বিশ্বাস জানান, হিজলার ‘চর দুর্গাপুর লঞ্চঘাটের’ পূর্ব দিকে মেঘনা নদীতে জেগে ওঠা চরের মাটি কিছুদিন ধরে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে কেটে নিচ্ছিলো একদল লোক।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- কারাদণ্ড
- অবৈধভাবে মাটি কাটা